
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনআরবিসি ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৫৭ শতাংশ। কোম্পানিটি ১২৭ বারে ৭৬ হাজার ২৩২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৫০ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৫৯৩ বারে ৮ লাখ ৩৪ হাজার ৯৭৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৯৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সাউথ বাংলা ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ১৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬০২ বারে ২৫ লাখ ৯৪ হাজার ৮২৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৫৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –এবি ব্যাংকের ৪.৭৬ শতাংশ, রূপালি ব্যাংকের ৪.৬৬ শতাংশ, আরএকে সিরামিকসের ৪.৩৯ শতাংশ, লাভেলোর ৪.২৬ শতাংশ, জিকিউ বলপেনের ৪ শতাংশ, সমতা লেদারের ৩.৯৯ শতাংশ ও মার্কেন্টাইল ব্যাংকের ৩.৮৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস