দর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০১-০৭ ১৬:১৩:৪৮


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ দশমিক ৫৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৮ বারে ৬৫ হাজার ২৬৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩০ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ দশমিক ৫৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৬ বারে ২ লাখ ৭১ হাজার ১১৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফাস ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৮ বারে ৩ লাখ ৭৪ হাজার ২৫৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-প্রিমিয়ার লিজিংয়ের ১৮.৩৩ শতাংশ, পিপলস লিজিংয়ের ১৭.৫৪ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৮.৩৩ শতাংশ, রতনপুর স্টিল রি-রোলিং মিলসের ৭.১৪ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ৬.৬৭ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৬.৬৭ শতাংশ এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬.০৬ শতাংশ দর কমেছে

 

এসকেএস