

নন-লাইফ বীমা পলিসি গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, বীমাকারীদের আর্থিক ভিত মজবুতকরণ এবং বীমাখাতের বৃহত্তর স্বার্থে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সম্প্রতি নন-লাইফ বীমাকারীর ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত করেছে।
এই সিদ্ধান্তের ফলে জানুয়ারি থেকে নন-লাইফ বীমা ব্যবসায়ে কোনো ব্যক্তি এজেন্ট কার্যক্রম পরিচালনা করতে পারবে না। একই সঙ্গে নন-লাইফ বীমা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ব্যক্তি এজেন্ট কমিশন বা কমিশনের নামে কোনো ধরনের আর্থিক সুবিধা প্রদানের সুযোগও থাকবে না।
বুধবার (৭ জানুয়ারি) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, এ উদ্যোগের মাধ্যমে নন-লাইফ বীমা খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, স্বচ্ছতা বৃদ্ধি এবং গ্রাহকদের স্বার্থ আরও সুরক্ষিত হবে।
এএ