জমি ক্রয় করবে সিটি ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০১-০৮ ১০:১২:০৮

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সিটি ব্যাংকের জন্য গুলশান-২ এ রেজিস্ট্রি খরচসহ ৩৪৫ কোটি টাকা দিয়ে ২০ কাঠা জমি ক্রয় করা হবে। জমি ক্রয়ের জন্য রেজিস্ট্রেশন ও সংশ্লিষ্ট অন্যান্য খরচসহ ব্যাংকটির মোট ৩৪৫ কোটি টাকা ব্যয় হবে।
যেখানে ব্যাংকের জন্য নির্মাণ করা হবে বহুতল ভবন। যা নির্মাণে খরচ হবে ৮৫৫ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন সাপেক্ষে ভবন নির্মাণের এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













