শ্রীপুরে অগ্নিকাণ্ডে বসতঘরসহ তিন দোকান পুড়ে ছাই
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৬-০১-০৮ ১৫:৫১:২০

গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে পাঁচ বসতঘরসহ তিন দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (৭ জানুয়ারী) দিবাগত রাত ১১ টার দিকে শ্রীপুর পৌরসভার বহেরারচালা (নতুন বাজার) এলাকায় নাজমা আকমলের বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় নাজমুল হাসান জানান, রাতের ওই সময়ে হঠাৎ দোকানের ওপর দিয়ে ধোঁয়া বের হতে থাকে। এসময় দোকান মালিকের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। মুহুর্তেই আগুন বসতঘরসহ পাশের তিন দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শ্রীপুরের মাওনা ফায়ার সাভির্সের কর্মীরা সোয়া ১১ টার দিকে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে।
ক্ষতিগ্রস্থ বসতবাড়ী ও দোকান ঘরের মালিক নাজমা আকমল জানান, অগ্নিকান্ডে পাঁচটি ঘরের সকল আসবাবপত্র ও তিনটি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পাঁচটি ঘরের প্রত্যেকটিতে আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা ভাড়া থাকতো। অগিগ্নকান্ডে অনেক শ্রমিকদের ঘরে থাকা নগদ টাকাও পুড়ে যায়। মুদি দোকানের চাল, ডাল, কাপড়ের দোকান এবং ইলেকট্রনিক্স দোকানের সকল সামগ্রীর পুড়ে ছাই হয়ে যায়। দ্রæত আগুন ছড়িয়ে পড়ায় তারা দোকান থেকে কোনো মালামাল বের করতে পারেননি জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। সব মিলিয়ে প্রায় ৩০ লাখ টাকার আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে।
ভাড়াটিয়া মুক্তা বেগম জানান, আমার টেইলার্সের ব্যবসা ছিল। ঘরের সকল নতুন কাপড় পুড়ে গেছে। এখন আমি নিঃস্ব হয়ে গেছি। অগ্নিকান্ডে নগদ দেড় লাখ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ইলেকট্রনিক্স ব্যবসায়ী রফিক মিয়া জানান, আগুনে আমার দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার সাত লাখ টাকার ইলেকট্রনিক্স মালামাল পুড়ে গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর নুরুল করিম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে সোয়া ১১ টার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তিনি জানাতে পারেননি।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













