রেমিট্যান্স নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নির্দেশনা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০১-০৮ ১৫:৫৯:২৮


বাংলাদেশ ব্যাংক প্রবাসী আয় বা রেমিট্যান্স নিয়ে দেশের সব ব্যাংককে বিশেষ নির্দেশনা দিয়েছে। এ নির্দেশনা অনুযায়ী রেমিট্যান্স পৌঁছার দিন বা পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে জমা নিশ্চিত করতে হবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারের মাধ্যমে এ নির্দেশনা দিয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। অবশ্য এ নির্দেশনার পূর্ণ বাস্তবায়নে ব্যাংকগুলোকে আগামী ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনার আওতায় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে ইনওয়ার্ড রেমিট্যান্সের (অভ্যন্তরীণ প্রবাসী আয়) বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপদ ইলেকট্রনিক মাধ্যমে গ্রাহককে জানাতে হবে। ব্যাংকিং সময়ের মধ্যে প্রাপ্ত রেমিট্যান্স একই কর্মদিবসে এবং ব্যাংকিং সময়ের পর প্রাপ্ত রেমিট্যান্স পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে জমা করতে হবে।

এ ছাড়া ব্যাংকগুলোকে স্ট্রেইট-থ্রু প্রসেসিং (এসটিপি) বা ঝুঁকিভিত্তিক দ্রুততর প্রক্রিয়াকরণ পদ্ধতি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় তথ্য পাওয়া গেলে কিছু নথিপত্র বা যাচাই প্রক্রিয়া বাকি থাকলেও গ্রাহকের হিসাবে অর্থ জমা করা যাবে।

পরে বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করা যাবে।

এনজে