নিরাপত্তা শঙ্কায় ভারতে বাংলাদেশের তিন মিশনে ভিসা কার্যক্রম স্থগিত

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০১-০৮ ২০:২৫:৩৮


নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ভারতে অবস্থিত বাংলাদেশের তিনটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি আমাদের তিনটি মিশনকে তাদের ভিসা সেকশন সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। এটি মূলত নিরাপত্তা জনিত একটি ইস্যু।

উপদেষ্টা সরাসরি মিশনগুলোর নাম উল্লেখ না করলেও কূটনৈতিক একটি সূত্র জানিয়েছে, নয়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, কলকাতার উপ-হাইকমিশন এবং আগরতলার সহকারী হাইকমিশনে ভিসা সেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভারতে মুম্বাই ও চেন্নাইয়েও বাংলাদেশের কূটনৈতিক মিশন রয়েছে।

এএ