পঞ্চগড়ে ঘন কুয়াশায় তাপমাত্রা নামল ৬ ডিগ্রিতে

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০১-০৯ ০৯:২৯:১২


হিমালয়ের নিকটবর্তী জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের দাপট। ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে এই জেলার জনজীবন। সূর্যের দেখা মিলছে না। ফলে লোকজন কাজের জন্য বাইরে বের হতে পারছেন না।

আজ শুক্রবার ভোরে তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ (শুক্রবার) ভোর ৬টায় জেলার চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার।

এনজে