মায়ের জন্য অভিষেকের অন্যরকম ভালবাসা
প্রকাশ: ২০১৭-০৪-১১ ১১:৫১:৫৪

মায়ের জন্মদিন। ছেলে একটু অন্য ভাবে উদযাপন করতে চাইবেন এটা স্বাভাবিক। আর মা-ছেলে জুটি যদি হন সেলিব্রিটি, তা হলে তো সেই সেলিব্রেশনের ভাগ পাবেন অনুরাগীরাও।গতকাল ৬৯ বছরে পা দিলেন জয়া বচ্চন। সেই আনন্দে মা-কে সারপ্রাইজ দিতেই জয়ার একটি পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিষেক।
সঙ্গে তাঁর মেসেজ, ‘শুভ জন্মদিন মা। …আমার কাছে তোমার জায়গাটা কোথায় সেটা বোঝানো বোধহয় কখনওই সম্ভব হবে না। তোমাকে ভালবাসি।’
জয়া বরাবরই খুব প্রাইভেট পার্সন। তাই জন্মদিনটা পরিবারের সঙ্গেই কাটাতে চান তিনি। ভারতীয় মিডিয়ার খবর, এ দিন বাড়িতেই ছোট করে ঘরোয়া পার্টির আয়োজন করা হবে। উপস্থিত থাকবেন প্রিয়জনেরা।
সম্প্রতি মারা গেছেন ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ রাই। সে কারণেই খুব বড় কোনও আয়োজন করতে চাননি বচ্চন পরিবার। খবর ইন্ডিয়া ডটকম।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












