রোববার, ৮ ডিসেম্বর ২০২৪
অনলাইনে অর্ডার করা হলো পিত্জা- পাঠানো হলো বাদুড়
প্রকাশিত - এপ্রিল ১১, ২০১৭ ১২:১৭ পিএম
অর্ডার করার সময় কল্পনায় করতে পারেননি এমন ঘটনা ঘটবে। বেশ ভাল মনে অনলাইনে একটি কোম্পানির নিকট থেকে পিত্জার অর্ডার দিয়েছিলেন ফ্লোরিডার জোসেফ নামের এক ব্যক্তি। তিনি ক্রেডিট কার্ড দিয়ে তার বিল পরিশোধ করেন।
অনেকক্ষণ ধরে বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকেন কখন পিত্জার ডেলিভারি আসবে। সপরিবারে পেট ভরে খাবেন। ঘন্টাখানেক পরেই পিত্জার বাক্স এসে হাজির। তার উপর কোম্পানির সিল লাগানো। পিৎজার বক্স দেখে যেন খুশি ধরে না এমন অবস্থা।
কিন্তু বাক্সটি খুলে যা দেখলেন তাতে তার চোখ ছানাবড়া হয়ে গেল। তিনি দেখলেন, ব্যাক্সের উপরের অংশ কাটার সঙ্গে সঙ্গে তার ভেতর থেকে দু’টি বাঁদুড় বের হয়ে উড়ে চলে গেল! ক্ষুব্ধ হয়ে তিনি কোম্পানির কাছে অভিযোগ জানান।
পরে অবশ্য ঐ কোম্পানি দু:খ প্রকাশ করে জানিয়েছে, সম্ভবত ওটা পুরানো প্যাকেট ছিল। পিত্জা খেতে হয়তো বাঁদুড় কোনো ফাঁক দিয়ে সেখানে ঢুকেছিল।
আর ভুল করে কর্মীরা ওই প্যাকেটটি ডেলিভারি দিয়েছে। তবে জোসেফ জানিয়েছেন তিনি কোম্পানির বিরুদ্ধে আদালতে যাবেন। খবর ইউএস টুডে।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.