আপিলে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০১-১০ ১৩:৩৯:৫২

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ডা. তাসনিম জারার প্রার্থিতা ফিরেয়ে দিয়েছে। শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানির প্রথম দিনেই এই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তার আর কোনো বাধা রইলো না।
বিষয়টি নিশ্চিত করেছেন তাসনিম জারা নিজেই। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান তিনি।
আনুমানিক বেলা ১১টার দিকে দেওয়া পোস্টে তাসনিম জারা লেখেন, “শুনানির পর আপিল মঞ্জুর হয়েছে। মনোনয়ন বৈধ। আসন্ন নির্বাচনে ঢাকা ৯ আসনে জনগণের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি।”
সোশ্যাল প্ল্যাটফর্মে বেশ জনপ্রিয় তাসনিম জারা। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তখন তৈরি হওয়া এনসিপিতে যোগ দেন তিনি, পান সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদ। দলটি থেকেই নির্বাচন করার কথা ছিল এই চিকিৎসকের। তবে, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট ঘোষণার পর তিনি দল ছাড়েন। এরপর স্বতন্ত্র হিসেবে নির্বাচনের ঘোষণা দেন এই নারী।
তাসনিম জারা লড়বেন ঢাকা-৯ আসন থেকে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত আসনটি।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












