রোববার, ৫ জানুয়ারী ২০২৫
পহেলা বৈশাখে বাড়ি ফেরা হলো না সিফাতের
প্রকাশিত - এপ্রিল ১১, ২০১৭ ১২:৩৪ পিএম
ঢাকার সাভারে খাগান এলাকায় সিটি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বহিরাগতের গুলিতে মো. সিফাত নিহত হওয়ার খবর শুনে তার পরিবারে শোকের মাতম চলছে। সোমবার (১০ এপ্রিল) তিনি নিহত হন। সিফাত ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ফাইনাল পরীক্ষা দেয়া শিক্ষার্থী ছিলেন।
সিফাত ময়মনসিংহের মুক্তাগাছা পৌর এলাকা নতুন বাজার এলাকার বাসিন্দা, আব্বাসিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মো. মাহফুজ এর একমাত্র পুত্র।
এ মেধাবী ছাত্রের মৃত্যুর সংবাদ শুনে তার বাবা মা বাকরুদ্ধ হয়ে পড়েন। পুত্রশোকে নিস্তব্ধে চোখের পানি ফেলছেন। প্রতিবেশীদের জড়িয়ে ধরে আর্তনাদ করে বারবার জ্ঞান হারাচ্ছেন।
আত্মীয়-স্বজনের কান্নায় পুরো এলাকা ভারি হয়ে উঠেছে। সিফাতের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার বাড়িতে মানুষের ঢল নামে।
মুক্তাগাছায় সিফাতের শৈশবের সহপাঠী এবং বাল্য বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিহতের মামা মনিরুজ্জামান জানান, পহেলা বৈশাখ উপলক্ষে সিফাতের বাড়িতে আসার কথা ছিল । এখন তার লাশ আনার প্রস্তুতি চলছে । তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নয়ন জানান, বিষয়টি দুঃখজনক।
Copyright © 2025 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.