সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
বরখাস্ত হলেন আর্জেন্টাইন কোচ বাউসা
প্রকাশিত - এপ্রিল ১১, ২০১৭ ১২:৩৯ পিএম
আর্জেন্টিনা দলের কোচ হিসেবে দায়িত্ব নেয়ার এক বছরের মধ্যে বরখাস্ত হতে হল এদগার্দো বাউসাকে। বিশ্বকাপ বাছাইপর্বে দল ভালো করতে না পারায় বরখাস্ত করা হয়েছে আর্জেন্টিনার কোচকে। সোমবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লোডিও তাপিয়া জানান, তার সঙ্গে আমাদের কোন স্থায়ী চুক্তি হয়নি। আমরা তাকে জানিয়েছি, কোচ হিসেবে তার অস্থায়ী নিয়োগকে আরো দীর্ঘায়িত করছি না আমরা।
বিশ্বকাপ ফাইনালের পর গত কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে আর্জেন্টিনা হেরে গেলে কোচের পদ থেকে সরে দাঁড়ান জেরার্ডো মার্তিনো। এরপর ঐ বছর আগস্টে আর্জেন্টিনার দায়িত্ব নেন বাউসা। কিন্তু তার অধীনে ৮ ম্যাচে মাত্র ৩টিতে জয় পেয়েছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব থেকেই ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে গত বিশ্বকাপের রানার্স আপ দলটির।
হাতে রয়েছে আর ৪ ম্যাচ। এর মধ্যে তিনটিতে থাকছেন না লিওনেল মেসি। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান পঞ্চম। আগামী ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে এই আর্জেন্টিনা। তাই সম্ভাবনা রয়েছে আরো পিছিয়ে পড়ার। সব মিলিয়ে মোটেও ভাল সময় যাচ্ছে না লাতিন আমেরিকার অন্যতম শক্তিধর দলটির। গোল ডটকম।
Copyright © 2025 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.