দর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০১-১১ ১৫:৪১:০২


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ দশমিক ৮৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪১ বারে ৬ লাখ ৬৩ হাজার ১২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ দশমিক ৮৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৪ বারে ৪ লাখ ৫০ হাজার ৫৭৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৭ বারে ৮ লাখ ৪৫ হাজার ৭৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ফাস ফাইন্যান্সের ৯.৮০ শতাংশ, পিপলস লিজিংয়ের ৯.৫২ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৯.০৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্স১০.০০ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের  ৮.৭৬ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ৭.৬৯ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৭.৬৯ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশনের  ৭.৫৯ শতাংশ দর কমেছে।

 

এসকেএস