সৌদি আরবের রাজপুত্র সাদ বিন ফয়সাল বিন আবদুল আজিজ আল সৌদ মারা গেছেন। সোমবার স্থানীয় সময় রাতে সৌদি রাজকীয় আদালত তার মৃত্যুর বিষয়টি ঘোষণা করে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। মঙ্গলবার বাদ আসর মক্কার গ্র্যান্ড মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।