দর বৃদ্ধির শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০১-১২ ১৫:২৪:১৪


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ২৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫০৮ বারে ১২ লাখ ২৪ হাজার ২৭০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৬৪ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৬৮ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩২৪ বারে ১২ লাখ ৬৩ হাজার ১৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৫ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা মোজাফ্ফর হোসেনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ১১ শতাংশ। কোম্পানিটি ৮২০ বারে ১৫ লাখ ২২ হাজার ৫২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৪.৪৩ শতাংশ, পূবালি ব্যাংকের ৪.২১ শতাংশ, গ্রীনডেল্টা ফান্ডের ৩.৫৭ শতাংশ, ইসলামী ব্যাংকের ৩.১০ শতাংশ, লাভেলোর ৩.০৪ শতাংশ, আইএফআইএল ফান্ডের ৩.০৩ শতাংশ ও নাহি অ্যালুমিনিয়ামের ২.৮৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

এসকেএস