শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
কোরীয় উপদ্বীপে মার্কিন রণতরী, যুদ্ধের প্রস্তুতি উত্তর কোরিয়ার
প্রকাশিত - এপ্রিল ১১, ২০১৭ ৫:৫৮ পিএম
কোরীয় উপদ্বীপে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্তের কঠোর নিন্দা জানিয়ে মঙ্গলবার উত্তর কোরিয়া সতর্ক করে বলেছে, তারা যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।
মার্কিন যুদ্ধবহর কার্ল ভিনসন এ সপ্তাহান্তে অস্ট্রেলিয়া যাওয়ার পরিকল্পনা বাতিল করে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে শক্তি প্রদর্শনে এ অঞ্চলে চলে আসে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, ‘এসব যুদ্ধজাহাজ মোতায়েন এটাই প্রমাণ করে, উত্তর কোরিয়ায় আক্রমণ চালানোর জন্য যুক্তরাষ্ট্রের বেপরোয়া পদক্ষেপ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ পাঠানোর পর এ নিয়ে এই প্রথমবারের মতো মুখ খুললো উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি আরো জানায়, ‘ডিপিআরকে যুক্তরাষ্ট্রের যে কোন ধরনের হামলা মোকাবেলায় প্রস্তুত রয়েছে।’
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.