

নতুন আইপিও বিধিমালা পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ রুলস-২০২৫ এর বিষয়ে প্রেস ব্রিফিং আহ্বান করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১০ টা ৩০ মিনিটে বিএসইসি’র মাল্টিপারপাস হলে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
সোমবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিএসইসি। এর আগে গত ৩০ ডিসেম্বর গেজেটের মাধ্যমে কার্যকর হয়।
বিএসইসি জানিয়েছে, প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। এ উপলক্ষে সকল গণমাধ্যমের সংবাদকর্মীদের উক্ত প্রেস ব্রিফিং-এ অংশগ্রহণের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
বিএইচ