‘শুধু নায়িকা পরিচয় দেওয়ার জন্য কাজ করতে চাই না’
আপডেট: ২০১৭-০৪-১১ ১৫:০০:৩৯
ঊর্মিলা শ্রাবন্তী কর, শোবিজের ব্যস্ত অভিনেত্রী। টেলিভিশন শিল্পীদের সংগঠন শিল্পী সংঘের প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তার বর্তমান কাজ, ব্যস্ততা আর বিভিন্ন বিষয়ের কিছু অংশ তুলে ধরা হলো…
বর্তমান ব্যস্ততা কেমন চলছে?
বেশকিছু ধারাবাহিক এরইমধ্যে এটিএন বাংলা, এনটিভি, বাংলাভিশন ও দেশটিভিতে প্রচার হচ্ছে। ‘নীল রং মন’, চাঁদতারা’সহ নতুন কিছু ধারাবাহিকের কাজ শুরু করলাম। খুব শিগগিরই ঈদের কাজ শুরু করবো।
আমাদের সংগঠনগুলোর কর্মকাণ্ড খুব একটা চোখে পড়ে না। আপনি তো অভিনয়শিল্পী সংঘের প্রচার সম্পাদক পদে আছেন। এ বিষয়ে আপনার মতামত কী?
অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে আমি বিপুল ভোটে জয়লাভ করি। আমাকে যারা ভোট দিয়েছেন তাদের অবশ্যই কিছু চাওয়া পাওয়া আছে। আগে আমাদের কোনো নির্বাচিত প্যানেল ছিল না। এখন আমাদের ২২ জনের একটা নির্বাচিত দল রয়েছে। যারা কাজ করবে আমাদের অভিনয়শিল্পীদের জন্য। আমরা এরইমধ্যে বেশকিছু পদক্ষেপ হাতে নিয়েছি। খুব শিগগিরই হয়তো সেগুলো বাস্তবায়নের জন্য কাজ শুরু করবো। প্রথমবারের মতো এবার ছোটপর্দার ৬টি সংগঠন মিলে পহেলা বৈশাখ পালন করতে যাচ্ছে।
ছোটপর্দায় আপনাকে যেভাবে নিয়মিত দেখা যাচ্ছে, বড়পর্দাতে নিয়মিত হবেন কি-না?
নাটক, টেলিফিল্মের বাইরে সম্প্রতি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে অভিনয় করেছি। বড়পর্দার কাজ নিয়ে এখনো কোনোকিছু ভাবছি না। শুধু নায়িকা পরিচয় দেওয়ার জন্য সিনেমায় কাজ করতে আগ্রহী নই। যখন নিজের মনে হবে আমি সিনেমায় কাজ করতে পারবো তখন ভেবে দেখবো।
আপনি তো মডেল হিসেবেও পরিচিত। অভিনয়ের কারণে কি মডেলিংয়ে কম দেখা যাচ্ছে?
আমি ছোটবেলায় গান গাইতাম, প্রাতিষ্ঠানিকভাবেই গান শিখেছি। এখনো সময় সুযোগ পেলে গান করি। আমার মায়ের ইচ্ছে ছিল আমি মডেলিং করি, অভিনয়ে আসি। তাই আমার অভিনয়ে আসা। তবে বলে আমি কিন্তু সঙ্গীত ছাড়িনি। ব্যস্ততা কাটিয়ে উঠে সময় সুযোগ পেলে আমি গানের অ্যালবাম বের করবো। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ফ্যাশন হাউজ, টিভিসির মডেলিংও করছি। সূত্র: ইত্তেফাক