
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৭ বারে ৫ লাখ ৭ হাজার ৫৩৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শ্যামপুর সুগারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪০৩ বারে ৪৭ হাজার ৬০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৯ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মেঘনা সিমেন্টের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৫ বারে ৪ হাজার ৩০৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- বে লিজিংয়ের ৬.২৫ শতাংশ, এনসিসি ব্যাংক ফান্ড ওয়ানের ৫.০০ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৫.০০ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৪.৯৭ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৪.৬৫ শতাংশ, এইচ.আর টেক্সটাইলের ৪.৩৮ শতাংশ ও পপুলার লাইফ ফান্ডের ৪.৩৫ শতাংশ শেয়ার দর কমেছে।
এসকেএস