

কিশোরগঞ্জে রূপালী ব্যাংক পিএলসির নতুন জোনাল অফিস উদ্বোধন করা হয়েছে । সম্প্রতি জেলা শহরের গাইটাল আলম ম্যানশন প্রাইটীপে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম অফিসটি ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন।
এতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. ইকবাল হোসেন খাঁ।
স্বাগত বক্তব্য রাখেন জোনাল ম্যানেজার ও উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম। এ সময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নতুন জোনাল অফিসের মাধ্যমে রূপালী ব্যাংক কিশোরগঞ্জে গ্রাহক সেবা আরও সম্প্রসারিত করবে।
এএ