মুন্সী জালাল স্মরণে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের স্মরণসভা
সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০১-১৪ ১৯:৫৩:২৩

বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ১৮ তম ব্যাচের সদস্য ও তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দীনের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের উদ্যােগে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর বলেন, মুন্সী জালালের মাঝে মেধা, প্রজ্ঞা, বুদ্ধি ও বিবেচনা শক্তির অপূর্ব সমন্বয় ঘটেছিলো। পেশাগত দক্ষতা, মানবিকতা এবং মহানুভবতা র অনুকরণীয় দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন। দায়িত্ব ও কর্তব্যের প্রতি নিষ্ঠা, একাগ্রতা ও আন্তরিক তাঁকে অনন্য বৈশিষ্ট্য দিয়েছিলো। তাই তাঁকে শুধু স্মরণ নয় অনুসরণও করতে হবে।
এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে এবং মহাসচিব মো. মামুন অর রশীদের সঞ্চালনায় স্মরণসভায় বক্তৃতা করেন গণযোগাযোগ অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক ফয়জুল হক, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক জাভেদ ইকবাল, জেলা পর্যায়ে তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের পিডি মো. মনিরুজ্জামান, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক জাভেদ ইকবাল, সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মোবাস্বেরা কাদেরী, ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান, মরহুমের বড় ভাই মুন্সী আকবর হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, চিকিৎসাধীন অবস্থায় গত ০৭ জানুয়ারি ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে মুন্সী জালাল উদ্দীন ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৩ বছর। তিনি স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













