
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৩৬ বারে ৩ লাখ ৪৪ হাজার ১৪৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৯০ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এপেক্স ট্যানারির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ৩৪৭ বারে ১ লাখ ৬৯ হাজার ৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ১০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ানের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ১১ শতাংশ। ফান্ডটি ৬ বারে ১১২ টি ইউনিট লেনদেন করেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – বিডি ল্যাম্পসের ৫.০৩ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফান্ডের ৪.৫৫ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৪.৩৫ শতাংশ, রহিম টেক্সটাইলের ৪.১৯ শতাংশ, এপেক্স ফুডসের ৩.৭০ শতাংশ, মোজাফ্ফর হোসাইনের ৩.৫০ শতাংশ ও ইন্দো-বাংলা ফার্মার ৩.৪৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস