বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
বাপ্পা মজুমদার ও ফারিয়া প্রমির ‘কষ্ট বাসর’
প্রকাশিত - এপ্রিল ১২, ২০১৭ ১১:৩৮ এএম

সম্প্রতি বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মিউজিক শপ ইটিউনসের ব্যানারে মিজানুর রহমান সামীর কথা এবং বাপ্পা মজুমদারের সুর ও সঙ্গীতায়োজনে বাপ্পা মজুমদার ও ফারিয়া প্রমির কণ্ঠে ‘কষ্ট বাসর’ শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছে।
একইসাথে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে ইউটিউবে। মিউজিক ভিডিওটির নির্দেশনায় ছিলেন ইমরান কবির হিমেল। এতে মডেল হিসেবে রয়েছেন বাপ্পা মজুমদার ও ফারিয়া প্রমি।
উল্লেখ্য, এর আগে ইউটিউবে রিলিজ হওয়া ফারিয়া প্রমির ‘ইচ্ছে মানুষ’ গানের ভিউয়ার্স ছাড়িয়েছে ৭৭ লাখ এবং মাত্র ৩ মাসে ‘প্রিয় অসুখ’ নামে অন্য আরেকটি গানের ভিউয়ার্সও ছাড়িয়েছে ২২ লাখ।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.