দর পতনের শীর্ষে সুহৃদ ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০১-১৫ ১৬:০১:৫৮


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৫ বারে ১ লাখ ৮৭ হাজার ৬০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা বিচ হ্যাচারির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৭৬ বারে ৫ লাখ ৭ হাজার ৯৩৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৫১ হাজার টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা তুং হাই নিটিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৯ বারে ৬৪ হাজার ৫৬৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – অ্যাপোলো ইস্পাতের ৫.৮৮ শতাংশ, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের ৫.০০ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ৪.৭৬ শতাংশ, বিডি থাইয়ের ৪.৪২ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪.৪১ শতাংশ, রতনপুর স্টিলের ৪.২৯ শতাংশ এবং ঢাকা ইন্স্যুরেন্সের ৪.২৩ শতাংশ দর কমেছে।

 

এসকেএস