আজ চুয়াডাঙ্গায় ৯.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০১-১৬ ১১:০০:৩১


চলতি শীত মৌসুমে বিপযর্স্ত অবস্থা চুয়াডাঙ্গায়। এখনও এ জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে বিরাজ করছে।

আজ শুক্রবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

এ বিষয়ে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, চলমান শৈত্যপ্রবাহ এখনও এক সপ্তাহ থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি এর মধ্যে থাকতে পারে।

এই শীতে শ্রমজীবী মানুষের খুবই কষ্ট হচ্ছে। বিশেষ করে তাদের জীবিকা নির্বাহে ব্যাঘাত ঘটছে।

এনজে