আজ চুয়াডাঙ্গায় ৯.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০১-১৬ ১১:০০:৩১

চলতি শীত মৌসুমে বিপযর্স্ত অবস্থা চুয়াডাঙ্গায়। এখনও এ জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে বিরাজ করছে।
আজ শুক্রবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।
এ বিষয়ে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, চলমান শৈত্যপ্রবাহ এখনও এক সপ্তাহ থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি এর মধ্যে থাকতে পারে।
এই শীতে শ্রমজীবী মানুষের খুবই কষ্ট হচ্ছে। বিশেষ করে তাদের জীবিকা নির্বাহে ব্যাঘাত ঘটছে।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













