উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০১-১৬ ১৪:০৩:৩৬

রাজধানীর উত্তরার একটি সাততলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের সন্তানসহ মোট তিনজন রয়েছেন।
উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে নিহত ৪ জনের নাম জানা গেছে। তারা হলেন— ফজলে রাব্বি (৩৮), মো. হারেস (৫২), রাহাব (১৭), আফরোজা (৩৭)।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক আহমেদ জানান, এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। তদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। একই পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন স্বামী-স্ত্রী ও তাদের সন্তান। তবে নিহতদের সবার নাম পরিচয় এখনো জানা যায়নি। আমরা নিহতদের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
ওসি আরও জানান, নিহতদের মধ্যে তিনজন কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে, দুইজন উত্তরা স্পেশালাইজড হাসপাতালে এবং একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। এর আগে ফায়ার সার্ভিস জানিয়েছিল, তারা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে।
এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সকাল ১০টার দিকে তা সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
অগ্নিকাণ্ডের সময় ভবনে আটকা পড়া ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল, যাদের মধ্যে থেকেই পরে নিহতের সংখ্যা বাড়ে। আগুনের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে বিষয়টি তদন্ত করছে।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













