এককভাবে নির্বাচন করার ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০১-১৬ ১৫:৫৪:২৭


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যাচ্ছে না বলে ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান আজ শুক্রবার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না বলেও জানান তিনি।

এনজে