পশ্চিম তীরে অবিলম্বে ইসরায়েলকে বসতি প্রকল্প বন্ধের আহ্বান ইইউ’র

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০১-১৭ ০৯:৫১:৪৪


ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অধিকৃত পশ্চিম তীরে ই১ বসতি প্রকল্পটি অবিলম্বে বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। শুক্রবার ইইউ সতর্ক করে বলেছে, বসতি সম্প্রসারণ এগিয়ে নেওয়ার সাম্প্রতিক পদক্ষেপগুলো শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে—এমনটাই জানিয়েছে আনাদোলু।

এক বিবৃতিতে ইউরোপীয় কমিশনের মুখপাত্র আনোয়ার এল আনৌনি বলেন, “ই১ পরিকল্পনার আওতায় ৩,৪০১টি আবাসন ইউনিটের দরপত্রের সময়সীমা প্রকাশ এবং তথাকথিত ‘সার্বভৌমত্ব সড়ক’ নির্মাণে অগ্রগতি একটি ‘গুরুতর উসকানি’।”

ব্লকটি পূর্ব জেরুজালেমের আতরোত ও নাহালাত শিমন এলাকায় বসতি পরিকল্পনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে।

এল আনৌনি বলেন, “ইসরায়েলের বসতি নীতি ‘শান্তির পথে একটি বাধা’; এটি পশ্চিম তীরে আরো অস্থিতিশীলতার ঝুঁকি তৈরি করে, হাজার হাজার ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করতে পারে, পশ্চিম তীরকে খণ্ডিত করে এবং সহিংস বসতি স্থাপনকারীদের আরো কার্যকলাপকে উৎসাহিত করে।”

তিনি আরো বলেন, ‘বসতি সম্প্রসারণ অব্যাহত থাকলে জেরুজালেমকে উভয় রাষ্ট্রের ভবিষ্যৎ রাজধানী হিসেবে ধরে নেওয়া দুই-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাও ক্ষুণ্ণ হয়।’

তিনি বলেন, ‘ইইউ ইসরায়েল সরকারকে অবিলম্বে বসতি সম্প্রসারণ প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে, যা আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ—বিশেষ করে সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিম তীরে, পূর্ব জেরুজালেমসহ, নতুন বসতি পরিকল্পনার অনুমোদন দ্রুত ও ব্যাপকভাবে বাড়ানোর প্রেক্ষাপটে।’

ব্লকটি ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের অধীনে তার দায়িত্ব পালনের এবং অধিকৃত ভূখণ্ডে বসবাসকারী ফিলিস্তিনি জনগণের সুরক্ষা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে।

সূত্র : মিডল ইস্ট আই।

এনজে