সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে পিপলস লিজিং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০১-১৭ ১১:০০:৫১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির শেয়ার দর বেড়েছে ২০ দশমিক ২৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪২৬.৬০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ১৬ দশমিক ৩৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২০৯.৮০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার দর বেড়েছে ১৪ দশমিক ০২ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩৫৬.৩০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– মাইডাস ফাইন্যান্সের ১৬.২৮ শতাংশ, অ্যাপেক্স ট্যানারীর ১২.৫৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১২.০৫ শতাংশ, অ্যাপেক্স স্পিনিংয়ের ১১.৭২ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৯.৮০ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৯.৬৩ শতাংশ ও ফ্যামিলি টেক্সটাইলের ৯.০৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











