সাপ্তাহিক দর পতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০১-১৭ ১১:১০:৫৬


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২৩ দশমিক ৮৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল .৯৯ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বীচ হ্যাচারির শেয়ার দর কমেছে ২৩ দশমিক ১৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৯.২০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাষ্ট্রিজের শেয়ার দর কমেছে ১৬ দশমিক ১১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৭.৬০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–সুহৃদ ইন্ডাষ্ট্রিজের ১৩.৬৪ শতাংশ, মেঘনা পেটের ১২.০৬ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১১.৩৬ শতাংশ, অ্যাপোলো ইস্পাতের ১১.১১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১০.৮৭ শতাংশ, এএফসি এগ্রোর ৯.৪৩ শতাংশ এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.৩৮ শতাংশ দর কমেছে।

 

এসকেএস