শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নগ্ন হয়ে প্রতিবাদ ভারতীয় কৃষকদের
প্রকাশিত - এপ্রিল ১২, ২০১৭ ২:৩৭ পিএম

কৃষি ঋণ মওকুফের দাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয়ের সামনে সোমবার সকালে নগ্ন হয়ে প্রতিবাদ করতে দেখা গেছে তামিল কৃষকদের। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’ এ খবর ছাপিয়েছে।
তবে তাৎক্ষণিক বিক্ষোভরত নগ্ন কৃষকদের সরিয়ে দেয় প্রধানমন্ত্রী কার্যালয়ের নিরাপত্তারক্ষীরা। কিন্তু এ দাবিতে প্রায় তিন সপ্তাহ ধরে দেশটির দিল্লিতে অবস্থিত স্থাপনা ‘যন্তর মন্তর’ এর সামনে বিক্ষোভ করে আসছে তারা। এ প্রসঙ্গে তাদের ঘোষণা, কেন্দ্রীয় সরকার অবিলম্বে তাদের ন্যায্য এ দাবি মেনে না নিলে পরবর্তীতে আরো কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
গত শুক্রবারে দেখা যায়, শতশত কৃষক ‘যন্তর মন্তর’ এ অবস্থান নিয়ে প্রতিবাদী স্লোগান দিচ্ছে। এসময় এক নারীসহ পাঁচজন তামিল কৃষক তাদের হাত কেটে বিক্ষোভ করে জানাচ্ছে যে, ইউনিয়ন সরকারকে তাদের দুরবস্থার কথা চিন্তা করে এর একটি প্রতিকার করা উচিত। দ্য হিন্দু।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.