
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এপেক্স ট্যানারি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ৬৬৮ বারে ২ লাখ ৮৭ হাজার ৮০৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৬ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬১৫ বারে ১২ লাখ ৫ হাজার ২৭৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৯৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫২০ বারে ১৬ লাখ ৬৮ হাজার ৭৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৮৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –রহিম টেক্সটাইল মিলসের ৮.৭৫ শতাংশ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ৮.৭৪ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৬.৬৭ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৫.৯০ শতাংশ, রহিমা ফুড কর্পোরেশনের ৫.৮৫ শতাংশ, কর্নফুলি ইন্স্যুরেন্সের ৫.৭৬ শতাংশ এবং সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৫.৪৭ শতাংশ দর বেড়েছে।
এসকেএস