নির্ধারিত সময়েই শাকসু নির্বাচনের দাবিতে শাবি উপাচার্যের সাথে ইউটিএল’র সাক্ষাৎ

সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০১-১৮ ২১:২৩:৩৫


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দীর্ঘ ২৮ বছরের অচলায়তন ভেঙে আর একদিন বাদেই ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বহুল প্রত্যাশিত শাকসু নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হওয়া অনিশ্চয়তায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল), সাস্ট চ্যাপ্টার।

নির্বাচন অনুষ্ঠানের চূড়ান্ত পর্যায়ে এসে নির্বাচন স্থগিত করার অপচেষ্টা ও নানামুখী ষড়যন্ত্রের খবর পেয়ে আজ ইউটিএল সাস্ট চ্যাপ্টারের শিক্ষক নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে শিক্ষক নেতৃবৃন্দ যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে নির্ধারিত সময়েই শিক্ষার্থীদের এই প্রাণের দাবি বাস্তবায়নের ওপর কঠোর জোর দেন।

ইউটিএল সাস্ট চ্যাপ্টারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, দীর্ঘ ২৮ বছর পর সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার পথে কোনো ধরনের বাধা বরদাশত করা হবে না। যদি নির্ধারিত সময়ে শাকসু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন ব্যর্থ হয় এবং এর ফলে ক্যাম্পাসে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়, তবে তার পূর্ণ দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই বহন করতে হবে।

উপাচার্যের সাথে এই সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ইউটিএল সাস্ট চ্যাপ্টারের সম্মানিত আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।

এএ