আইসিইউ থেকে কেবিনে ফিরেছে অর্থনৈতিক অবস্থা: অর্থ উপদেষ্টা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০১-১৯ ১৪:২৫:৫৪

দেশের অর্থনৈতিক অবস্থা আর ভঙ্গুরে নেই। অন্তবর্তীকালীন সরকারের সময়ে রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নত করা হয়েছে। এর মাধ্যমে এই সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের কর্মসূচি ও ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা আরও বলেন, প্রচুর দুর্নীতি ও অর্থ প্রচারের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা খাদের কিনারায় পড়ে গিয়েছিল। সেখান থেকে আমরা উত্তোলনের চেষ্টা করছি।
এসময় জুডিশিয়ারি স্বাধীনতা, দ্রুত বিচার বাস্তবায়ন, আইন-শৃঙ্খলার জন্য যেকোনো সরকারকে সংস্কার করতে হবে আর সেগুলো বাস্তবায়নের জন্যই গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান আবদুর রহমান খান, চাঁদপুরের জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকারসহ সুধীজন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













