দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০১-১৯ ১৫:৫৮:৪৭


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে প্রাইম ফাইন্যান্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৩৭ বারে ১৫ লাখ ৩৮০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এনসিসিবিএল ফার্স্ট ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫ শতাংশ কমেছে। ফান্ডটি ৩২ বারে ৮৫ হাজার ৯৩২ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা জিএসপি ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬০ বারে ১ লাখ ৯১ হাজার ৪২৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৩.৭১ শতাংশ, জিল বাংলা সুগারের ৩.৬৪ শতাংশ, শ্যামপুর সুগারের ৩.৪৮ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৩.২৪ শতাংশ, বিডি ল্যাম্পসের ২.৮৯ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ২.৫০ শতাংশ ও এপেক্স ফুডসের ২.৪৯ শতাংশ শেয়ার দর কমেছে।

 

এসকেএস