সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০১-১৯ ১৮:২৭:৩৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৯ জানুয়ারি) তথ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে আরও জানায়, প্রধান উপদেষ্টার ধারণকৃত এই ভাষণটি সন্ধ্যা সাড়ে ৬টায় একযোগে সম্প্রচার করা হবে।
দেশের সব ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াকে এই ভাষণটি একযোগে প্রচার করার জন্য অনুরোধ করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, ভাষণে ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং দেশের চলমান সংস্কার কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা।
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












