অর্ধবার্ষিকে লোকসান কমেছে বিডি ল্যাম্পসের

সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৬-০১-১৯ ২১:৫৯:২৮


পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পসের চলতি অর্থবছরের অক্টোবর থেকে ডিসেম্বর দ্বিতীয় প্রান্তিকের মুনাফা ১০ লাখ ৩২ হাজার টাকা। এতে প্রান্তিক শেষে শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১০ পয়সা।

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে গত হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অর্ধবার্ষিকের হিসেবে লোকসানে রয়েছে বিডি ল্যাম্পস। জুলাই থেকে ডিসেম্বর অর্ধবার্ষিকে কোম্পানিটির লোকসানের পরিমাণ ১ কোটি ১৪ লাখ টাকা। এতে শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ১ টাকা ৯ পয়সা। আর গত অর্ধবার্ষিকের তুলনায় লোকসান কমেছে ৮০.৩৯ শতাংশ। সর্বশেষ অর্থবছরেও কোম্পানিটির লোকসান হয়েছিল ৬ কোটি ৫৫ লাখ টাকা। গত অর্থবছরে শেয়ার প্রতি লোকসানের পরিমাণ ছিল ৬ টাকা ২২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৩০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক ১৯ টাকা ১৪ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৩ টাকা ৩৯ পয়সা।

বিএইচ