গাজায় টিকা সংকট, রোগের উচ্চ ঝুঁকিতে শিশুরা

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৬-০১-২০ ১০:০৩:৩১


ইসরায়েলি বর্বর আগ্রাসনের পর ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ সতর্ক করে জানিয়েছে, গাজা উপত্যকায় রোগের ঝুঁকি রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ, তীব্র শীতকালীন আবহাওয়া এবং স্বাস্থ্যব্যবস্থার ধসের কারণে শিশুরা প্রয়োজনীয় টিকা থেকে বঞ্চিত হচ্ছে। ইউএনআরডব্লিউএ সোমবার এমন সতর্ক বার্তা দেয় বলে জানিয়েছে আনাদোলু।

ইউএনআরডব্লিউএর কমিশনার-জেনারেল ফিলিপ লাজারিনি বলেন, সংঘাত শুরুর পর থেকে গাজার শিশুরা প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষার জন্য প্রয়োজনীয় নিয়মিত টিকা থেকে বারবার বঞ্চিত হচ্ছে।

এক বিবৃতিতে লাজারিনি বলেন, গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যে শিশুরা বারবার তাদের নিরাপদ থাকতে যে টিকাগুলো দরকার, সেগুলো থেকে বঞ্চিত হয়েছে।

তিনি জানান, তীব্র শীতকালীন আবহাওয়া, ঠান্ডা তাপমাত্রা, ভারী বৃষ্টিপাত ও বন্যা এসব আশ্রয়কেন্দ্রে স্বাস্থ্যঝুঁকি আরো বাড়িয়ে দিচ্ছে।

তিনি বলেন, এমন পরিস্থিতিতে টিকাদান আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং জোর দিয়ে বলেন যে ইউএনআরডব্লিউএ গাজায় জীবন বাঁচাতে কাজ চালিয়ে যাচ্ছে।

অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে ৭১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এছাড়া ১ লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। এতে গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

১০ অক্টোবর শুরু হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনী হামলা অব্যাহত রেখেছে; এতে ৪৬৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১,২৮৭ জন আহত হয়েছে।

এনজে