দর বৃদ্ধির শীর্ষে ড্যাফোডিল কম্পিউটার্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০১-২০ ১৫:৪৬:১৮

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ৫১৮ বারে ২ লাখ ৩ হাজার ১০৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮০ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৫৩ বারে ৪০ লাখ ১৪ হাজার ৮৮১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৩৮ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ানের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ১১ শতাংশ। ফান্ডটি ১৩ বারে ৬ হাজার ৯০২ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – সিকদার ইন্স্যুরেন্সের ৬.৮০ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৬.২৫ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৬ শতাংশ , ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.৮৮ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ৫.৭৭ শতাংশ, বাংলাদেশ অটোকারসের ৫.৬৭ শতাংশ এবং এশিয়া ইন্স্যুরেন্সের ৫.৩৯ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











