দর পতনের শীর্ষে এপেক্স ট্যানারি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০১-২০ ১৫:৫৩:৫৩


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এপেক্স ট্যানারি লিমিটেড

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫৩ বারে ১ লাখ ৮৮ হাজার ৪২৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩২ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১১৩ বারে ১ লাখ ৯৯ হাজার ৩৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ওয়েলডিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪০৮ বারে ৩ লাখ ১৮ হাজার ৬১০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- নূরানী ডাইংয়ের ৪.৭৬ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৪.৩৫ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ৪.৩৫ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৪.০০ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৩.৯২ শতাংশ, এইচ আর টেক্সটাইলের ৩.৫৯ শতাংশ এবং একটিভ ফাইন কেমিক্যালসের ৩.৫১ শতাংশ দর কমেছে।

 

 

এসকেএস