যাকে খুশি ভোট দেবেন, এটা আপনাদের অধিকার: উপদেষ্টা আলী ইমাম

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০১-২০ ২০:১৪:৪১


খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘ভোটের ব্যাপার নিয়ে আপনাদের কাছে প্রার্থীরা যাচ্ছেন, এটা তাদের অধিকার, আর আপনারা কাকে ভোট দেবেন সেটা আপনাদের অধিকার।’

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদরের মাজারসংলগ্ন মাঠে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আপনাদের ভোটোর অধিকার যাতে কেউ খর্ব না করতে পারে সেটা নিশ্চিত করবে নির্বাচন কমিশনের অধীনে থাকা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সব কর্মকর্তা। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি, যে মার্কায় খুশি সে মার্কায় দেবেন। এই প্রক্রিয়া কেউ বাধা দিতে পারবে না।’

গণভোট বিষয়ে উপদেষ্টা বলেন, এই দেশটা আগামী পাঁচ বছর কীভাবে চলবে, বা পরবর্তীতে কীভাবে চলবে তা নির্ভর করে এই জুলাই সনদ অর্থ্যাৎ গণভোটে হ্যাঁ দেয়ার ওপর। আর কারা দেশ চালাবে তা নির্ভর করবে আপনাদের ওপর।’

এ সময় গণভোটে হ্যাঁ ভোট দেয়ার জন্য সবাইকে অনুরোধ করেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

তিনি আরও বলেন, ‘আগামীতে কারা দেশ চালাবে সে সিদ্ধান্ত আপনাদের হাতে। অর্থাৎ আপনারা যাকে ভোট দেবেন, তারাই আগামীতে দেশ চালাবে। আপনাদের ভোটেই আগামীতে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।’

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে আরও বক্তব্য দেন: পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনসার, জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম।

সুধী সমাবেশে শিক্ষক, ইমামসহ সমাজের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

এ দিকে সকালে একই স্থানে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বাগেরহাট জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মমিনুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনসার, গণযোগাযোগ অধিদফতরের উপপরিচালক মুইনুল ইসলাম, বাগেরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম শেখ, সরল কওমি মাদ্রাসার মুহতামিম মোহাম্মদ আশিকুর রহমান, বাগেরহাট জেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন খান, ইসলামিক ফাউন্ডেশন, বাগেরহাটের উপপরিচালক এ বি এম গোলাম সারোয়ার।

ইমাম সম্মেলনে গণভোটের গুরুত্ব, জাতীয় নির্বাচনে দক্ষ সংসদ সদস্য প্রার্থীকে ভোট দেয়ার গুরুত্বসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। জেলা পর্যায়ের ইমাম সম্মেলনে বিভিন্ন স্থানের ৫ শতাধিক ইমাম অংশগ্রহণ করেন।

বিএইচ