বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
টাইগারকে লেডিস বললেন ভার্মা: অডিও ফাঁস করলেন বিদ্যুৎ
প্রকাশিত - এপ্রিল ১৩, ২০১৭ ৪:৪৬ পিএম
![Varma]](http://sunbd24.com/wp-content/uploads/2017/04/Varma.jpg?x30787)
উন্মাদ-খ্যাত সেই নির্মাতা রামগোপাল ভার্মাকে নিয়ে আবারো বলিউডজুড়ে বিতর্ক! কয়েকদিন আগে টাইগার শ্রফকে ‘রূপান্তকরকামী’ ও ‘লেডিস’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন রামগোপাল।
ভার্মার সেই বিতর্কিত সাউন্ড ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করে দিলেন ‘কম্যান্ডো’-খ্যাত অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। সম্প্রতি টুইটারে রামগোপালের সঙ্গে ফোনের কথোপকথোনের একটি রেকর্ডিং পোস্ট করেছেন বিদ্যুৎ।
অডিওতে পরিস্কার শোনা যাচ্ছে, টাইগারকে ‘রূপান্তরকামী’ এবং ‘নারী’ বলে মন্তব্য করছেন রাম। তবে হাস্যকর হলেও সত্য এই রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর টাইগারকে সমর্থন জানিয়ে একাধিক টুইট করেছেন পাগলা নির্মাতা ভার্মা।
বিদ্যুৎকে খোচা মারতেও ভুল করেননি তিনি। টুইটারে নতুন করে ভার্মা লিখেছেন, ‘বিদ্যুৎ জামওয়ালকে ধন্যবাদ খবরটা সবার সামনে আনার জন্য। নিজেকে বোঝার জন্য এটার দরকার ছিল।’
শুধু তাই নয়, রামগোপাল লেখেন ‘আমি নিশ্চিত দু’জনের মধ্যে সত্যিকারের লড়াই হলে টাইগারই জিতবে।’ এমনকি দু’ই অভিনেতার মার্শাল আর্ট লড়াই দেখার জন্য তাঁদের প্রকাশ্যে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন রামগোপাল। তার মতে, টাইগারের হাতের এক ঘুষিই বিদ্যুতের জন্য যথেষ্ট। ইন্ডিয়া ডটকম।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.