ট্রাইব্যুনালে আত্নসমর্পণ করলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০১-২১ ১৩:০৮:৪৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্নসমর্পণ করলেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদ। বুধবার (২১ জানুয়ারি) সকালে ট্রাইব্যুনালের রেজিস্টারের কাছে নিজেকে নির্দোষ দাবি করে আত্মসমর্পণ করেন তিনি।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম দণ্ডপ্রাপ্ত এই আসামির আত্মসমর্পণের আবেদনটি প্রসিকিউশন পেয়েছে বলে নিশ্চিত করেছেন । তিনি বলেন, “মাওলানা আবুল কালাম আজাদের আত্মসমর্পণ করার আবেদন পেয়েছে প্রসিকিউশন।”
একাত্তরের মহান মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত একাধিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় আবুল কালাম আজাদের বিরুদ্ধে। ২০১৩ সালের ২১ জানুয়ারি তার ফাঁসির রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান। নিজের সাজা স্থগিত চেয়ে গত বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি। এরপর আজ নিজেই আত্মসমর্পণ করলেন।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













