
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বুধবার সকাল সাড়ে ৯টায় কাভার্ডভ্যানের চাপায় জীবন চন্দ্র (২০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। লিংক রোডের ফতুল্লার চাঁনমারী এলাকায় এ দুঘটনা ঘটে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, জীবন চন্দ্র নামে এক যুবক বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে একটি দ্রুতগামী কভারভ্যানের নিচে পড়ে যায়। এ সময় কাভার্ডভ্যানটি জীবন চন্দ্রকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার এসআই মিলন ফকির জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানসহ তার চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- তার নাম জীবন চন্দ্র, পেশায় একজন গার্মেন্টস শ্রমিক। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এনজে