পাঁচ বীমা কোম্পানির মুখ্য নির্বাহীর নিয়োগ অনুমোদন
সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০১-২১ ১৪:৫৩:৩১

জীবন বীমা খাতের পাঁচটি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার (সিইও) নিয়োগ অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
আইডিআরএ’র পরামর্শক (মিডিয়া ও যোগাযোগ) ও মুখপাত্র সাইফুন্নাহার সুমি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্প্রতি এসব নিয়োগ অনুমোদন দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও শেখ রাকিবুল করিম, আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের সিইও মোহাম্মদ সাজ্জাদুল করিম, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিইও মোহাম্মদ আবু মুসা সিদ্দিকী, বায়রা লাইফ ইন্স্যুরেন্সের সিইও নূর মোহাম্মদ ভূঁইয়া এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্সের সিইও ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম।
নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, তিন বছরের জন্য এসব নিয়োগ অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কোম্পানিগুলোতে ব্যবস্থাপনার ধারাবাহিকতা বজায় রাখা এবং কার্যক্রম আরও গতিশীল করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












