দর পতনের শীর্ষে মাইডাস ফাইন্যান্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০১-২২ ১৫:১৭:০৪

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মাইডাস ফাইন্যান্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪০ বারে ৩৪ হাজার ৫৪২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ৪৭৪ বারে ৭ লাখ ৩১ হাজার ৩৪৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৭ কোটি ৪৭ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা উত্তরা ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৫ বারে ৫৯ হাজার ৭০২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – শাইনপুকুর সিরামিকসের ৩.৭৫ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৩.৭০ শতাংশ, এপেক্স ট্যানারির ৩.৩৬ শতাংশ, ইবিএল ফার্স্ট ফান্ডের ৩.২৩ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৩.২৩ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৩.১৭ শতাংশ ও ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ৩.১৩ শতাংশ শেয়ার দর কমেছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











