জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের ১২ নেতাকর্মী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০১-২৩ ০৯:৫৩:৩৪

দল ত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের গণঅধিকার পরিষদের খায়রুল আলম ও মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে দলটির ১২ নেতাকর্মী।
বৃহস্পতিবার সাতক্ষীরা-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার ও সাবেক এসপি মাওলানা রিয়াছাতের ছেলে নুরুল আফসারের উপস্থিতিতে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যুক্ত হন। এ সময় নতুন যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ থেকে আসা নেতাকর্মীদের যোগদানে জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে। গণঅধিকার পরিষদের রাজনৈতিক সংগ্রাম ও জামায়াতে ইসলামীর আদর্শভিত্তিক রাজনীতির মধ্যে একটি নৈতিক ও গণমুখী মিল রয়েছে, যা দেশের ভবিষ্যৎ রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
নতুন যোগদানকারীরা জানান, গণঅধিকার পরিষদে রাজনীতির অভিজ্ঞতা থেকে তারা গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে আরও কার্যকরভাবে এগিয়ে নিতে জামায়াতে ইসলামীকে উপযুক্ত প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গণঅধিকার পরিষদ থেকে একাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান সাতক্ষীরা-৩ আসনের রাজনৈতিক চিত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ঘটনা বিশেষ তাৎপর্য বহন করছে।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













