চাঁদপুরের পাঁচটি আসনে একমাত্র নারী প্রার্থী নাসিমা নাজনীন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০১-২৩ ১৯:০৭:১৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভোটের মাঠে একমাত্র নারী প্রার্থী হিসেবে নজর কেড়েছেন বাংলাদেশ লেবার পার্টির মনোনীত প্রার্থী নাসিমা নাজনীন সরকার।
চাঁদপুর- ২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) সংসদীয় আসন থেকে ‘আনারস’প্রতীক নিয়ে নির্বাচনি লড়াইয়ে অংশ নিয়েছেন তিনি।রাজনীতির মাঠে একমাত্র নারী প্রার্থী হওয়ায় ভোটারদের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও তাকে ঘিরে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ ও আলোচনা।
নাসিমা নাজনীন সরকার জানান, রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানো এবং সাধারণ মানুষের কথা সংসদে তুলে ধরতেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি জানান, শ্রমজীবী মানুষ, নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, আমি প্রতীক নয়, মানুষের ভোটে নির্বাচিত হয়ে তাদের প্রতিনিধি হতে চাই। চাঁদপুরের প্রতিটি আসনে নারী প্রার্থী না থাকাটা আমাদের জন্য একটি বড় বাস্তবতা। আমি চাই আমার অংশগ্রহণ নারীদের রাজনীতিতে এগিয়ে আসার অনুপ্রেরণা হয়ে থাকুক।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাঁচটি আসনের মধ্যে একমাত্র নারী প্রার্থী হিসেবে নাসিমা নাজনীন সরকারের অংশগ্রহণ এ নির্বাচনে ভিন্ন মাত্রা যোগ করেছে। এটি শুধু ভোটের লড়াই নয়, বরং নারী নেতৃত্বের উপস্থিতিকে দৃশ্যমান করার একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে লেবার পার্টির প্রার্থী নাসিমা আক্তার এর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন,বিএনপির প্রার্থী ড. মো. জালাল উদ্দিন। বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-র প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজি। জাতীয় পার্টির প্রার্থী মো. এমরান হোসেন মিয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মানছুর আহমেদ সাকি। বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী ফয়জুন্নুর আখন রাসেল। গণঅধিকার পরিষদের গোলাফ হোসেন। নাগরিক ঐক্যের প্রার্থী এনামুল হক। লেবার পার্টির প্রার্থী নাসিমা আক্তার।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













