শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৬-০১-২৪ ১০:০৩:৪৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। আজ শনিবার বেলা সাড়ে ৮টার দিকে তিনি কবর জিয়ারত করেন। পরে আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি।
এ সময় জামায়াত আমির বলেন, ‘আবু সাঈদের ঋণ পরিশোধ করার শক্তি আমরা রাখি না।
তবুও আমাদের চেষ্টা করে যেতে হবে ঋণ পরিশোধ করার। তারা আমদের ঋণী করে গেছেন, আমাদের দায়িত্ব দিয়ে গেছেন যে আমরা চলে গেলাম, আপনাদের রেখে গেলাম। আমাদের স্বপ্নগুলো আপনারা বাস্তবায়ন করবেন, আমাদের জাতিকে দেখে রাখবেন।’
আবু সাঈদসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জামায়াত আমির বলেন, ‘তাদের স্বপ্ন ছিল সমাজে বৈষম্য থাকবে না, কোনো ধরনের অবিচার মেনে নেওয়া হবে না, কোনো দুর্বৃত্ত-দুষ্কৃতিকারী এ দেশের শাসক হতে পারবে না।
তাদের স্বপ্ন ছিল ফ্যাসিবাদ আর এ দেশে সহ্য করা হবে না। তাদের স্বপ্ন ছিল একটা নিরাপদ বাংলাদেশের যেখানে প্রত্যেকটা নাগরিক নিরাপদে থাকবে। আমরা আপনদের কথা দিচ্ছি—শহীদদের স্বপ্ন বাস্তবায়নে লড়াই চালিয়ে যাব।’
যুবকদের উদ্দেশ করে জামায়াত আমির বলেন, ‘আমরা তোমাদের কথা দিচ্ছি—আমরা ক্ষমতায় গেলে তোমাদের প্রত্যাশার বাংলাদেশ আমরা গড়ে তুলব।
এই সমাজের নেতৃত্ব তোমাদের হাতে তুলে দিয়ে পেছন থেকে তোমাদের শক্তি, সাহস ও সমর্থন দিয়ে যাব। কেউ যাতে তোমাদের ভোট নিয়ে হেলাফেলা করতে না পারে এজন্য তোমাদের জুলাই যোদ্ধা হয়ে আরেকবার লড়তে হবে। জয় ছিনিয়ে আনতে হবে।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













